👋 হ্যালো, আমি সাঈকাত — ঢাকা, বাংলাদেশ থেকে একজন সফটওয়্যার ডেভেলপার।
কোড আমার শ্বাস-প্রশ্বাস, আর আমি সবসময় খুঁজি পরিচ্ছন্ন ইঞ্জিনিয়ারিং আর সুন্দর ডিজাইনের মধ্যে ভারসাম্য।
আমি কী করি
- Java (backend) আর JavaScript/React (frontend) দিয়ে ওয়েব অ্যাপ বানাই
- দ্রুত আর নির্ভরযোগ্য প্রজেক্টের জন্য Laravel, Next.js, আর Hugo তে কাজ করি
- বিল্ডার, অটোমেশন, আর প্রোডাক্টিভিটি টুলস নিয়ে ঘাঁটাঘাঁটি করি
- No-code/Low-code প্ল্যাটফর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি আর নতুন SaaS আইডিয়া ট্রাই করি
এই সাইট কেন
এই জায়গা শুধু পোর্টফোলিও নয়।
এখানে আমি শেয়ার করব—
- আমার দৈনন্দিন ডেভেলপমেন্ট লাইফের নোট আর গাইড
- UI/UX, Tailwind, no-code বিল্ডার নিয়ে এক্সপেরিমেন্ট
- ব্যক্তিগত চিন্তা-ভাবনা — কখনো বাংলায়, কখনো ইংরেজিতে
- প্রজেক্ট আর আইডিয়া যা আমি তৈরি করছি (কখনো ভাঙছি, ঠিক করছি, আবার নতুন করে ভাবছি)
কোডের বাইরে
যখন আমি VS Code-এ ডুবে থাকি না বা কোনো Docker কনটেইনার ডিবাগ করছি না, তখন উপভোগ করি—
- আইডিয়া লিখে রাখা (অর্ধেক হলেও 😅)
- ডিজাইন, টাইপোগ্রাফি আর ব্র্যান্ডিং নিয়ে খেলা
- ভাবা, কীভাবে সফটওয়্যার মানুষকে ক্ষমতায়িত করতে পারে
এই ব্লগ আমার পার্সোনাল ল্যাব + নোটবুক।
কিছু লেখা হবে সম্পূর্ণ, কিছু হবে কাঁচা। কিন্তু সবই আমার যাত্রার অংশ।
🚀 ধন্যবাদ ঘুরে যাওয়ার জন্য — চল একসাথে তৈরি করি, শিখি আর শেয়ার করি।